বিশ্বের অন্যতম সেরা শক্তিধর অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে হারল বাংলাদেশ। রোববার মিরপুরে ব্যাটিং ব্যর্থতায় হেরে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ হার।
বাংলাদেশের দেয়া ৯৮ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩.৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান তুলে নেয় অজিরা। ফলে ৬ উইকেটের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল সফরকারীরা।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ ব্যাটাররা। হোম গ্রাউন্ডে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে অলআউট। দলীয় ৫২ রানে টপঅর্ডারের ৫ উইকেট হারলে শেষ দিকে দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা আকতার।
এছাড়া ফাহিমা ১১ ও রিতু মনির ব্যাট থেকে আসে কেবল ১০ রান। বল হাতে অস্ট্রেলিয়ার পক্ষে সোফি মলিনিউ ১০ ওভার বল করে মাত্র ১০ রানে একাই শিকার করেন তিন উইকেট।
দ্বিতীয় ওয়ানডেও টসে জয় পান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।