নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে সুবহানা মুস্তারি (৩৬ রান) এবং সাথী রানী (২৯ রান) ভালো শুরু এনে দেন। অধিনায়ক নিগার সুলতানাও ১৮ রান করেন, তবে মিডল অর্ডারের ব্যাটাররা বড় ইনিংস গড়তে পারেননি। শেষদিকে ফাহিমা খাতুনের ৫ বলে অপরাজিত ১০ রানে দলের স্কোর কিছুটা বেড়ে দাঁড়ায় ১১৯ রানে।
স্কটল্যান্ডের বোলারদের মধ্যে সাসকিয়া হারলে দুর্দান্ত পারফর্ম করেন, ২ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। ক্যাথরিন ব্রাইস, ক্যাথরিন ফ্রেজার এবং অলিভিয়া বেল একটি করে উইকেট শিকার করেন।
স্কটল্যান্ডকে জয়ের জন্য ১২০ রান করতে হবে, যা এই পিচে সহজ নয়। বাংলাদেশের বোলাররা যদি নিয়ন্ত্রিত বোলিং করতে পারে, তাহলে তাদের জন্য জয় ধরা দেওয়া সম্ভব।
