স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শারজার তীব্র গরম (৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ৫৩% আর্দ্রতার মধ্যে নিগার সুলতানা তার ১০০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, পিচ ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে এবং বল ভালোভাবে ব্যাটে আসবে বলে আশা করছেন।

স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথরিন ব্রাইসও বলেন, তিনি টস জিতলে প্রথমে ব্যাটিং করতেন। বাংলাদেশ দল আইসিসি র‌্যাংকিংয়ে নবম স্থানে, আর স্কটল্যান্ড ১২তম স্থানে রয়েছে। এর আগে চারবার মুখোমুখি লড়াইয়ে সবগুলোতেই বাংলাদেশ জয়ী হয়েছে।

বাংলাদেশ একাদশ

সাথী রানী, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

স্কটল্যান্ড একাদশ

সাসকিয়া হারলে, সারাহ ব্রাইস (উইকেটরক্ষক), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।

Exit mobile version