দেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে শেষ হলো মেয়েদের অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ কর্মসূচি। রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয় দেশের ২২ জেলার ৪৮ জন নবীন কাবাডি খেলোয়াড়।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের কিশোরী খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। ক্যাম্পের সমাপ্তি দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী আনজুমান আরা আকসি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী। তারা প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দেন।
ক্যাম্পে প্রশিক্ষণের আওতায় খেলোয়াড়দের ফিটনেস, টেকনিক ও ট্যাকটিক্যাল বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জাতীয় কাবাডি দলের কোচ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে চলা এই কর্মসূচি নারীদের ক্রীড়াক্ষেত্রে আরও অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ধরনের আয়োজন দেশের নারীদের ক্রীড়ায় আগ্রহ ও অংশগ্রহণ বাড়িয়ে একটি টেকসই ক্রীড়া ভিত্তি গড়ে তুলবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
