৬২ দিন পর দেশে ফিরলেন সানজিদা

ছবি (সানজিদার ফেসবুক প্রোফাইল থেকে নেয়া)

কোলকাতার জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে ‘ইন্ডিয়ান ওমেন্স লিগ’ খেলতে গত ২৫ জানুয়ারি ভারতে গিয়েছিলেন বাংলাদেশ নারী জাতীয় দলের ফুটবলার সানজিদা আক্তার। ২৪ মার্চ গোকুলাম কেরালার বিপক্ষে ইস্টবেঙ্গলের হয়ে লিগের শেষ ম্যাচ খেলে আজ দেশে ফিরলেন সানজিদা।

সাত দলের ইন্ডিয়ান ওমেন্স লিগে টেবিলের ষষ্ঠস্থানে থেকে এবারের আসর শেষ করলো ইস্টবেঙ্গল। ‘ডাবল লেগ’ এর আসরে প্রতিটি দলই ১২টি করে ম্যাচ খেলেছে। ১২ ম্যাচে এক জয় এক পরাজয়ের বিপরীতে তারা হেরেছে ১০ ম্যাচ। চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে মোনেম মুন্না-রুমি-আসলামদের নামে ধন্য কোলকাতার এই ক্লাবটি।

১২ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ১০ জয় পেয়েছে ‘উড়িষ্যা ওমেন’ ক্লাব। ড্র একটি, হেরেছে একটি ম্যাচ। ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে গোকুলাম।

তৃতীয়স্থানে থেকে এবারের লিগ শেষ করেছে কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসি। এই ক্লাবের হয়ে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ নারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। কিন্তু পারিবারিক কারণে কয়েকম্যাচ খেলেই দেশে ফিরতে হয় সাবিনাকে।

Exit mobile version