আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস এবার নামছেন জাতীয় বক্সিং রিংয়ে। আমেরিকান প্রবাসী এই বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আগামীকাল শুরু হতে যাওয়া ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছেন।
৫২ কেজি ওজন শ্রেণিতে গুডউইল ক্লাবের হয়ে অংশ নেবেন জিনাত। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, “জিনাত গুডউইল ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বাংলাদেশে এটি তার প্রথম অংশগ্রহণ হবে। সাম্প্রতিক সময়ে তার আন্তর্জাতিক সাফল্যের জন্য ৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিনে তাকে সম্মাননা জানানো হবে।”
জানা গেছে, জিনাতের যাতায়াত ও অন্যান্য ব্যয়ভার বহন করছে গুডউইল ক্লাব। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে অংশ নিয়ে দেশকে গর্বিত করেছিলেন, যদিও প্রত্যাশিত ফল মেলেনি।
এদিকে, জাতীয় বক্সিং প্রতিযোগিতায় বিদেশি অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম মহিলা বিশ্ববিদ্যালয় থেকে তিন বিদেশি বক্সারের এন্ট্রি থাকলেও বিতর্কের মুখে ফেডারেশন সিদ্ধান্ত পরিবর্তন করে জানায়, “বিদেশি কেউ খেলতে পারবে না, এটা আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানিয়ে দেব।”
এবারের জাতীয় বক্সিং প্রতিযোগিতা ফেডারেশনের নতুন কমিটির অধীনে প্রথম আয়োজন। তবে সংবাদ সম্মেলনের অরাজকতা নিয়ে শুরু থেকেই সমালোচনা শুরু হয়েছে। ঘোষণায় জাতীয় স্টেডিয়ামের কথা থাকলেও অনুষ্ঠান হয় ফেডারেশনের ছোট কক্ষে, যেখানে অনেক সাংবাদিক কাভার করার সুযোগই পাননি। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক।
তবে সব বিতর্ক ছাপিয়ে প্রবাসী জিনাতের অংশগ্রহণ জাতীয় বক্সিংয়ে এক নতুন মাত্রা যোগ করেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















