নারী টি-টোয়েন্টি ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। বাংলাদেশকে ৩১ রানে হারিয়েছে সফরকারীরা। ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের করা ১৩২ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ১০১ রান করে। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ জয় পাওয়ায় তিন ম্যাচের সিরিজে নিগার সুলতানারা ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে। সিরিজের তিন ম্যাচই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
টস জয়ের পর বাংলাদেশ পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। শুরুতেই সফরকারী দল একটা উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে মুনিবা আলী ও বিসমাহ মারুফ দারুণ এক পার্টনারশিপ গড়েন। ১০৬ রান করেন তার। দ্বিতীয় উইকেটে জুটিতে এটা পাকিস্তানের রেকর্ড। এর আগের রেকর্ডেও ছিলেন বিসমাহ। ৯৯ রানের ওই রেকর্ডে তার সঙ্গী ছিলেন সিদরা আমিন।
মুনিবা আলী ৬১ রান করেন। ৪৯ বলে তিনি এ রান করেন। আটটি বাউন্ডারি ছিল তার ইনিংসে। অন্যদিকে বিসমাহ করেন ৪৮ রান।
জবাবে বাংলাদেশ ভালো একটা জুটি গড়তে ব্যর্থ হয়। শুধু তাই নয়, নির্ধারিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। ওপেনার শামীমা সুলতানার ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ২৬ রান। পাকিস্তানের ছয় বোলার বল করেছেন। তাদের সবাই কমবেশি উইকেট পেয়েছেন।
এদিকে, বাংলাদেশের সফল বোলার ছিলেন ফারিহা তৃষ্ণা। দুই উইকেট নিয়েছেন। এছাড়া নাহিদা আক্তার এক উইকেট নিয়েছেন। এই এক উইকেট নিয়ে তিনি এখন নারী দলের সবচেয়ে বেশি উইকেট শিকারী। তার উইকেট সংখ্যা ৮৫। তিনি পেছনে ফেলেছেন সালমা খাতুনকে। সালমার শিকার ছিল ৮৪ উইকেট। সালমা ৯৫ ম্যাচে ৮৪ উইকেট শিকার করেছিলেন। নাহিদা খেলেছেন ৭২ ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











