অবশেষে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ- কাল দলবদল শুরু

নারী ফুটবল লিগ

অবশেষে নারী ফুটবল লিগ শুরুর ঘোষণা

অবশেষে নারী ফুটবল লিগ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১১ দল নিয়ে ২৯ ডিসেম্বর নারী ফুটবল লিগ শুরুর তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। আগামীকাল থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে দলবদল।

বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার আজ বিকেলে নারী ফুটবল লিগ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি এ সময় বলেন,‘আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর আমাদের দলবদল। ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হবে এবং শেষ হবে ৩১ জানুয়ারি। একটা কম সময়ের ভেতর লিগ হচ্ছে। তারপরও আমরা ফিকশ্চারটা ওভাবেই করেছি, যাতে করে প্রত্যেকটা ম্যাচের পর দু’দিন করে বিরতি থাকে।’

২০২৩-২৪ মৌসুমে মাঠে গড়িয়েছিল নারী ফুটবল লিগ। এরপর বিভিন্ন জটিলতা ও ক্লাবগুলোর আর্থিক সংকট, সবমিলিয়ে গত মৌসুমে আয়োজিত হয়নি লিগটি ৷ আবার হতে যাচ্ছে মেয়েদের লিগ নতুন আঙ্গিকে। লিগের ম্যাচগুলোর ভেন্যু কমলাপুর স্টেডিয়াম। দলবদলে ক্লাবগুলো তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী খেলোয়াড় নিতে পারবেন। সর্বোচ্চ ৩৫ আর সর্বনিম্ন ২৩ জন নিয়ে স্কোয়াড করতে পারবে।

নারী ফুটবলারদের অনুশীলন

১১ দলের লিগ মাত্র ১ মাসের মধ্যেই শেষ হবে। বিষয়টি নিয়ে কিরণ বলেন,‘আমাদের প্লেয়াররা অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। তাই আমরা এটি চেয়েছিলাম, কারণ বছরে তো একটাই লিগ হয়, যেন সেই লিগ থেকে ওরা উপার্জন করে।’

এবারের লিগে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকছে ক্লাবগুলোর। এই প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমরা বিদেশি প্লেয়ার অনুমোদন করছি ৪ জন করে এবং খেলতে পারবে ৩ জন।’

 শুধু বিদেশি খেলোয়াড় নয়, বয়সভিত্তিক খেলোয়াড় নিয়েও রয়েছে নির্দেশনা। এ নিয়ে কিরণ বলেন, ‘চারজন অনূর্ধ্ব-১৭ প্লেয়ার থাকতে হবে এবং অন্তত চারজন অনূর্ধ্ব-২০ প্লেয়ার থাকতে হবে। একইভাবে ফার্স্ট ইলেভেন যখন নামবে, সেখানে অনূর্ধ্ব-১৭ দু’জন এবং অনূর্ধ্ব-২০ থেকে দু’জন নামবে। আর যদি প্লেয়ার বদল করতে হয়, তখনও বয়সভিত্তিক পর্যায় থেকেই হবে।’

Exit mobile version