বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন জ্বালানি উপদেষ্টা । আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপে খেলবে না এমন কোনো কথা বলা হয়নি। বরং বিকল্প দেশে ভেন্যু চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘ভারতও তো পাকিস্তানে গিয়ে খেলেনি। মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছে উগ্রবাদীদের হুমকির কারণে। তাই সরকার কঠোর অবস্থানে রয়েছে।’
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারত। এরপরই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির কাছে অনুরোধ জানায় বিসিবি। তবে বিসিবির সেই অনুরোধ রাখেনি আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয়া হয়।
