বিশ্বকাপ জয়ে ফেবারিট স্পেন – ব্রাজিল , আর্জেন্টিনা কোথায়?

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। ফিফা বিশ্বকাপে এবার ৪৮ দলের টুর্নামেন্ট শুরুর আগে চলছে নানান আলোচনা, চলছে প্রেডিকশন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রেডিকশন মার্কেটের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ে ফেবারিট স্পেন ।

সেই তালিকায় আছে ইংল্যান্ড এবং ফ্রান্সও। তবে ব্রাজিল আর আর্জেন্টিনার এই ট্রফি জয়ের সম্ভাবনা সমানে সমান। ফিফা বিশ্বকাপ শুরু হতে ছয় মাসও বাকি নেই। সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে, ২০২৬ বিশ্বকাপ উন্মাদনা ছড়াচ্ছে ফুটবলপ্রেমীদের মাঝে।

এবার দলের সংখ্যা বাড়ায় প্রতিদ্বন্দ্বীতা যেমন বাড়বে, তেমনি আরও বেশি কঠিন হবে ভবিষ্যদ্ববানী করা। কে জিতবে এবারের বিশ্বকাপ? তা নিয়ে চলছে নানান আলোচনা। তেমনই এক আলোচনার জন্ম দিলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সর্ববৃহত প্রেডিকশন মার্কেট। যেখানে বিশ্বের সেরা গণকদের ওপর ভর করে বিশ্বকাপজয়ী দলের তালিকা করা হয়েছে।

যে তালিকায় সবচেয়ে এগিয়ে স্পেন। তাদের ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সর্বোচ্চ ১৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ১৫ আর তৃতীয় স্থানে ফ্রান্সের সম্ভাবনা ১৩ শতাংশ। মজার বিষয় হচ্ছে, দুই রাইভাল ব্রাজিল ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সমানে সমান।

প্রেডিকশন মার্কেট

এই তালিকা মূলত দলের পারফরম্যান্স কিংবা বর্তমান ফর্মের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। প্রেডিকশন মার্কেটে স্পেনের ওপরেই সবচেয়ে বেশি অর্থ লগ্নি করছে ব্যবহারকারীরা। গত বছরের সেপ্টেম্বর থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে লা রোহা।

তালিকার দুই নম্বর

ইংল্যান্ড ৪ নম্বরে থাকলেও তাদের ওপর অর্থ লগ্নির পরিমাণ দলটাকে রেখেছে তালিকার দুই নম্বরে। যদিও ভালো দল নিয়েও বিশ্বকাপে থ্রি লায়ন্সের শিরোপা জিততে না পারার অপবাদ মেটাতে জন্ম দিতে হবে মিরাকেল। তালিকার তিন নম্বরে থাকা ফ্রান্সও জায়গা করে নিয়েছে পারফরম্যান্সে ভর করে। চার আর পাঁচে দুই রাইভাল। ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপটা নিজেদের ট্রফি খরা ঘোচানোর মঞ্চ।

তবে যেকোনো দলের ইনজুরি, পারফরম্যান্সে ঘাটতি কিংবা কোচ বদলের ওপরে এই তালিকায় আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপেরও মাস পাঁচেক বাকি থাকায় এখন থেকে বলার কিছু নেই। সেই সঙ্গে দলগুলো ঘোষণা করেনি স্কোয়াড। সব মিলিয়ে এই তালিকাটা শুধুই একটা অনুমানের ওপর ভর করে তৈরি করা।

Exit mobile version