বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সমালোচনায় সাবেক ক্রিকেটাররা । নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার দাবিতে অনড় থাকায়, আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। অথচ নিরাপত্তা শঙ্কার কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের নজির কম নেই।
বাংলাদেশের বেলায় আইসিসির এমন দ্বিচারিতা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা। এদিকে বাংলাদেশকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভাবতে পারছেন না ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মোফাট।

তার মতে, ক্রিকেটে বিভক্তি না তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ রাখা উচিত আইসিসির। বাংলাদেশকে বৈশ্বিক আসর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার ভেতরে সমস্যা দেখছেন তিনি। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে দাবি জানায় বাংলাদেশ।
কিন্তু তাতে সাড়া দেয়নি আইসিসি। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় তারা। একই কারণে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শুধু তাই নয়, দুবাইয়ে একই হোটেলে থেকে, একই ভেন্যুতে নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে তারা।

বাংলাদেশকে নিয়ে যে বার্তা দিল ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন
বাংলাদেশের ক্ষেত্রে উল্টো দলটিকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির দ্বিচারিতার কথা বলছেন অনেকে। তিনি বলেন,
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়া, আর এর মানে হলো ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসরে একটি মূল্যবান ক্রিকেট জাতির অনুপস্থিতি। এটা আমাদের খেলাধুলা, বাংলাদেশের খেলোয়াড় এবং সমর্থকদের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এই ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস,
প্রশাসকরা প্রায়ই খেলা থেকে রাজনীতিকে দূরে রাখার আশা করলেও এটা সবসময় সম্ভব না। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ যুগের নিজস্ব অভিজ্ঞতা থেকে তার মত- ক্রীড়া নিষেধাজ্ঞা তাদের রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছিল।

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রোডস আরও বলেন,
আমি বলতে চাচ্ছি, আপনি সবসময় ভাবেন যে, চলুন খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখি… কিন্তু দুঃখজনকভাবে, আপনি রাজনীতিকে খেলাধুলা থেকে আলাদা করতে পারবেন না।

পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি হতাশা প্রকাশ করে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন,
বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসঙ্গতি দেখে আমি খুবই হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই আবেদন মানতে অনাগ্রহী।
অন্যদিকে, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বচ্ছতা ও ব্যাখ্যা খুঁজছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেস্পি। টুইট বার্তায় তার প্রশ্ন, বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না এ নিয়ে কি আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে?

স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















