বিশ্বকাপ ইস্যুতে যে সিদ্ধান্ত আসছে

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইসুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। নিরাপত্তার ঝুকি থাকায় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে প্রস্তাব করেছে বিসিবি। এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি আইসিসি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে যে সিদ্ধান্ত আসছে সে বিষয়ে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২১ জানুয়ারির মধ্যেই। ইএসপিএন-ক্রিকইনফো জানায়, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনার সময় আইসিসি বিসিবিকে এই সময়সীমার কথা জানিয়ে দিয়েছে।

সেই বৈঠকটি ছিল এক সপ্তাহের মধ্যে দুই পক্ষের দ্বিতীয় বৈঠক। সেখানে বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় ছিল, তারা বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের বাইরে। সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কা তাদের কাছে স্বাভাবিক বিকল্প।

ভারত সফর এবং সেখানে খেলার ক্ষেত্রে বিসিবি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করলেও, আইসিসি তাদের মূল সূচি পরিবর্তনের বিষয়ে অনড়। সূচি অনুযায়ী বাংলাদেশ ‘গ্রুপ সি’-তে রয়েছে। এই অচলাবস্থা প্রায় তিন সপ্তাহ ধরে চলছে।

কলকাতা–মুম্বাই ম্যাচ ঘিরে বিসিবির আপত্তি

গত ৪ জানুয়ারি বিসিবি প্রথম তাদের উদ্বেগের কথা আইসিসিকে জানায়। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা।তাদের পরবর্তী দুটি ম্যাচও কলকাতায় এবং গ্রুপের শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবারের আলোচনায় বিসিবি অনুরোধ করেছিল বাংলাদেশকে ‘গ্রুপ বি’-তে সরিয়ে নিতে এবং আয়ারল্যান্ডের সাথে জায়গা বদল করতে (যাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায়)।

তবে আইসিসি এই প্রস্তাব গ্রহণ করেনি এবং বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে সেখানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার তৈরি করা প্রতিবেদনে ভারতের সামগ্রিক হুমকির মাত্রা  মাঝারি থেকে উচ্চ’ পর্যায়ে দেখানো হয়েছে। তবে অংশগ্রহণকারী কোনো দলের জন্যই সরাসরি বা সুনির্দিষ্ট কোনো হুমকির কথা উল্লেখ করা হয়নি।

ভারতীয় ভিসা নিয়ে আইসিসির পদক্ষেপ

আলোচনার সাথে সংশ্লিষ্টরা বলছে, আইসিসি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। যদি বিসিবি শেষ পর্যন্ত দল পাঠাতে রাজি না হয়, তবে আইসিসি বিকল্প দলের নাম ঘোষণা করবে। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।

বাংলাদেশ ইস্যুতে আইসিসি-বিসিসিআইয়ের বৈঠক

এই সংকটের শুরু হয়েছিল আইপিএল ২০২৬ কে কেন্দ্র করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই মুস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে বাদ দেয়। এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায় যে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। সেই থেকে বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Exit mobile version