নিরাপত্তার কারণে ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করেছে বিসিবি। তবে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি ইতিবাচক কোনো সাড়া দেয়নি। টাইগাররা বিশ্বকাপ খেলতে যাবে কি না তা নিয়েও রয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে আরও একবার বাংলাদেশের পাশে দাঁড়াল পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতি বন্ধের নির্দেশ পিসিবির । পিসিবি বিশ্বকাপ কেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি বন্ধ করেছে।
এর আগে পিসিবি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে জানায়, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তারাও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ নিয়ে পাকিস্তান জাতীয় দলের সব প্রস্তুতি স্থগিত করা হয়েছে বলে দাবি করেছে জিও নিউজ। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যমটি জানিয়েছে, এ মুহূর্তে পাকিস্তান জাতীয় দলের বিশ্বকাপ কেন্দ্রিক কার্যক্রম বন্ধ থাকবে। টিম ম্যানেজমেন্টকে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে অবহিত করবে বোর্ড।
এছাড়া বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, তাহলে এর বিকল্প ভাবনাও তৈরি রাখতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলতে আপত্তি জানিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছে। যদিও ভারতে নিরাপত্তা শঙ্কা নেই জানিয়ে আইসিসিও তাদের অবস্থানে অনড় রয়েছে। বাংলাদেশকে ২১ জানুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি, যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















