আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড – বিশ্বকাপ সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচিতে শুধু বাংলাদেশের জায়গায় বসে গেছে স্কটল্যান্ডের নাম। এবারই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে। কারণ এবার অংশ নেবে ২০টি দল। কিন্তু নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আইসিসিকে ভারত থেকে ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত গত ১ মাস ধরে চলা না আলোচনা-পর্যালোচনার পর বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি।
তেমন নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই খেলার আহ্বান জানায় আইসিসি। কিন্তু রাজি হয়নি বিসিবি। শেষ পর্যন্ত ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আইসিসি। সংবাদ বিজ্ঞপ্তিতে স্কটিশদের জায়গা দেওয়ার ক্ষেত্রে কিভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সেই ব্যাখ্যাও দেওয়া হয়।
আর সন্ধ্যায় স্কটল্যান্ডকে নিয়ে পরিবর্তিত সূচি প্রকাশ করে আইসিসি। স্কটল্যান্ডের বিশ্বকাপে সুযোগ পাওয়ার ব্যাখ্যায় রয়েছে, ‘মূলত টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে। তারা বর্তমানে ১৪তম স্থানে রয়েছে, যা ইতিমধ্যে টুর্নামেন্টে থাকা সাতটি দল-নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ), কানাডা, ওমান এবং ইতালির চেয়ে এগিয়ে।
‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। দিন-তারিখ, সময় বা ভেন্যু কিছুই বদলেনি। শুধু বাংলাদেশের জায়গায় নাম বসেছে স্কটল্যান্ডের। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে।
কলকাতায় আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে স্কটিশরা মুখোমুখি হবে নেপালের।
