বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস হাসপাতালে

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস হাসপাতালে

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস হাসপাতালে , ছবি: সংগৃহীত

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস হাসপাতালে । ২০০২ সালে সর্বশেষবার বিশ্বকাপ জয় করে ব্রাজিল। সেই দলের গর্বিত সদস্য রবার্তো কার্লোস গুরুতর অসুস্থতার জন্য অস্ত্রোপচার করিয়েছেন। অস্ত্রোপচারের পর ৫২ বছর বয়সি কার্লোস আশঙ্কামুক্ত হলেও তাকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মূলত পায়ে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে যান রবার্তো কার্লোস। সেখানে তার এমআরআই স্ক্যান করানো হয়। তারপরই শনাক্ত হয়েছে জটিল সমস্যা। হৃদরোগের সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এখন আশঙ্কামুক্ত রবার্তো কার্লোস, ছবি: সংগৃহীত

এরপর ব্রাজিলের এই কিংবদন্তি ডিফেন্ডারের অস্ত্রোপচার করাতে হয়েছে। এই ধরনের অস্ত্রোপচার করতে সাধারণত ৪০ মিনিট সময় লাগে। কিন্তু নানাবিধ জটিলতার কারণে কার্লোসের অস্ত্রোপচার সমাপ্ত হয়েছে ৩ ঘণ্টারও বেশি সময় পর।

অস্ত্রোপচারের পর এখন রবার্তো কার্লোস আশঙ্কামুক্ত বলে জানা গেছে। কিন্তু তাকে ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি নিজেই বলেছেন,

আমি এখন ভালো আছি।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় ৩ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কার্লোস। ২০১৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর নেন তিনি। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার সম্প্রতি হওয়া ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেও ছিলেন।

এছাড়াও, রিয়ালের হয়ে ১১ বছরের ক্যারিয়ারে ৪টি লা লিগা জিতেছেন কার্লোস। ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার ১৯৯৭ ও ১৯৯৯ সালে কোপা আমেরিকাও জয় করেন।

Exit mobile version