ইয়ামালের অসাধারণ গোল – আবার শীর্ষে বার্সেলোনা

লা লিগা

ইয়ামালের অসাধারণ গোল - আবার শীর্ষে বার্সেলোনা

ছবি: সংগৃহীত

আগের দিন কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে ভিয়ারিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে নামিয়ে দিয়েছিল দ্বিতীয় স্থানে। লা লিগায় হারানো শীর্ষস্থান রবিবার রাতে পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। নিজেদের মাঠের খেলায় রিয়াল ওভিয়েদোকে হারিয়ে ইয়ামালের অসাধারণ গোল – আবার শীর্ষে বার্সেলোনা বর্তমান চ্যাম্পিয়নরা। ৩-০ গোলে জয় পায় তারা। লামিনে ইয়ামালের পাশাপাশি দানি ওলমো ও রাফিনিয়া গোল করেছেন।

বার্সেলোনা তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। তিন গোলের পাওয়া এ জয়ে ২১ ম্যাচ বার্সেলোনার পয়েন্ট ৫২। সমান ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪।

বার্সেলোনা গোল উৎসব । ছবি: সংগৃহীত

প্রতিপক্ষ হিসেবে রিয়াল ওভিয়েদো মোটেও শক্তিশালী নয়। পুরো মৌসুম জুড়ে তাদের পাওয়া জয়ের সংখ্যা মাত্র দুই। ফলে এ ম্যাচে বার্সেলোনার জয় পাওয়া নিয়ে সমর্থকদের মোটেও দুঃশ্চিন্তা ছিল না। কিন্তু বার্সা সমর্থকদের জন্য তারা দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। রক্ষণভাগ বার্সেলোনা খেলোয়াড়দের জন্য চীনের প্রাচীর হয়ে উঠেছিল।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতি বাড়ায় বার্সেলোনা। তাদের গতির সঙ্গে আর পেরে ওঠেনি পয়েন্ট টেবিলের সবার নিচে থাকা ওভিয়েদো। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে তারা। দানি ওলমো ৫২ মিনিটে প্রথমবারের জন্য বার্সার সমর্থকদের মুখে হাসি ফোটান। পাঁচ মিনিট পর আবার ওভিয়েদো গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়। এবারের গোলদাতা রাফিনহা।

৭৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান ইয়ামাল। আর এ গোলটি বার্সেলোনার সেরা মুহুর্ত। সমর্থকদের জন্য ইয়ামালের অসাধারণ এক উপহার। বাম প্রান্তে ওলমোর পায়ে বল দেখে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইয়ামাল। কিন্তু ওলমো যে পাসটি দেন তা ইয়ামালের পেছনে পড়ে যাচ্ছিল। এমন অবস্থা দেখে দাঁড়িয়ে যান ইয়ামাল। সঙ্গে সঙ্গে সিজার কিকে বল জালে পাঠান তিনি। বার্সেলোনার জয়ে যোগ হয় অতিরিক্ত উম্মাদনা।

Exit mobile version