আগামীকাল (১৬ ডিসেম্বর) শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসর ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫। স্বাগতিক বাংলাদেশসহ ১৭ দেশের অংশগ্রহণে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পল্টনস্থ শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। ৫ দিনব্যাপী এই আসর চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
এবার অংশ নিতে যাওয়া দলগুলো হচ্ছে- মালয়েশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান, থাইল্যান্ড, নেপাল, সাইপ্রাস, উগান্ডা, পর্তুগাল, কোরিয়া, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং স্বাগতিক বাংলাদেশ। এই আসরে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের শাটলাররা এখন বাংলাদেশে অবস্থান করছে।
সাড়ে ১৭ হাজার ডলারের ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে মোট ২৩৩ জন শাটলার নিজেদের নৈপুণ্য দেখাতে কোর্টে নামবে। বাংলাদেশ থেকে মোট ৪২ জন শাটলার এবারের আসরে অংশ নেবেন। এর মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী শাটলার। পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত এবং মিশ্র দ্বৈত- এই পাঁচ ক্যাটাগরিতে খেলা হবে।
পুরুষ এককে ভিয়েতনামের লি ডাক ফাত, ভারতের এস গুপ্তার মতো তারকার অংশ নিচ্ছেন। নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সোয়ালের পাশাপাশি মালয়েশিয়ার ইং লার কিং এর মতো বড় নাম ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে যুক্ত হয়েছে। পুরুষ দ্বৈতে টপ সিডেড হিসেবে বাংলাদেশের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুলের মতো শাটলার।
যারা কিছুদিন আগেই কানাডা ও অস্ট্রেলিয়া মাতিয়ে এসেছে। পাশাপাশি বাংলাদেশের আরও দুই সেরা রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিকে দেখতে পাবেন ব্যাডমিন্টনপ্রেমীরা। নারী দ্বৈতে থাকছেন টপ সিডেড থাইল্যান্ডের আয়ম্বরী শ্রীসাকুল- সারিসা জানপেং এবং মালয়েশিয়ার জান মিন ই এবং তান ঝিং হুই জুটি। একইভাবে, মিশ্র দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট আলোকিত করবেন বাংলাদেশ আল আমিন জুমার-উর্মি আক্তার জুটি এবং মালয়েশিয়ার দাতু আসরাহ ও ক্লারিসা সান জুটি।
