টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়াতে আইসিসিকে ধুয়ে দিলেন মোহাম্মদ ইউসুফ তিনি পাকিস্তানের সাবেক তারকা অধিনায়ক ছিলেন। তার পাশাপাশি হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বাংলাদেশ।
আর বিসিবির এমন সিদ্ধান্ত মেনে নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। আর আইসিসির এমন সিদ্ধান্তে কঠোর সমালোচনা করেছেন মোহাম্মদ ইউসুফ।
পাকিস্তানি এই কিংবদন্তি গত সোমবার রাতে তার এক্স হ্যান্ডলে করা পোস্টে লেখেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শক সংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই। ১০টি দেশ মিলে: ১৭ কোটি ৮০ লাখ (দর্শক)। বাংলাদেশ: ১৭ কোটি ৬০ লাখ (দর্শক)।
এছাড়া একই পোস্টে ইউসুফ এরপর লেখেন, ‘একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসির) ধারাবাহিকতা ও শাসন ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















