আগামীকাল শুরু হচ্ছে জিয়া আন্ত বিশ্ববিদ্যালয় টি-টেন ক্রিকেট

আগামীকাল শুরু হচ্ছে জিয়া আন্ত বিশ্ববিদ্যালয় টি-টেন ক্রিকেট

আগামীকাল শুরু হচ্ছে জিয়া আন্ত বিশ্ববিদ্যালয় টি-টেন ক্রিকেট, ছবি: সংগৃহীত

ঢাকার সিটি ক্লাব মাঠে আগামীকাল শুরু হচ্ছে জিয়া আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা। ৩২টি বিশ্ববিদ্যালয় নিয়ে টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্ট জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজন করছে। আজ এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টের নানা বিষয়ে কথা বলেন আয়োজকরা।

জিয়া আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেটের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাহেদ পারভেজ চৌধুরি এবং টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানিয়ে তামিম বলেন,‘এই ধরনের আন্ত বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট থেকে নিয়মিত ক্রিকেটারদের স্কাউটিং করা উচিত। এতে করে নতুন প্রতিভা উঠে আসবে এবং দেশের ক্রিকেটই উপকৃত হবে।’

ট্রফি উন্মোচন অুনষ্ঠানে, ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ বলেন,‘এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে খেলোয়াড়দের মাঠে খেলার সুযোগ আরও বাড়ানো হবে।’

সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করে প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা আমিনুল হক বলেন,‘বিএনপি সরকার গঠন করলে আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা হবে। খেলোয়াড়দের পেশাদারিত্বের আওতায় আনা হবে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ইনশাআল্লাহ শতভাগ বাস্তবায়ন করে দেশের তরুণদের এগিয়ে নেওয়া হবে এবং দেশকে এগিয়ে নেওয়া হবে।”

Exit mobile version