শুরু হয়েছে আফ্রিকান কাপ অব নেশনস। এরই মধ্যে প্রত্যেক দলের অন্তত একটা করে খেলা শেষ হয়েছে। ‘ই’ গ্রুপে খেলা আলজেরিয়া প্রথম ম্যাচে সুদানকে হারিয়েছে। ৩-০ গোলের জয় আলজেরিয়ার। স্কোরশিট বলে দিচ্ছে আলজেরিয়া কোনো গোল হজম করেনি। একাধিক আক্রমণ দক্ষতার সঙ্গে সামাল দিয়ে নিজ দলের জাল অক্ষত রেখেছেন গোলরক্ষক লুকা জিদান।
গোলরক্ষকের কাজই নিজেদের জাল অক্ষত রাখার। সেই কাজটাই করেছেন লুকা জিদান। কিন্তু লুকার নামের সঙ্গে যখন জিদান তখন একটু নড়চড়ে বসতে হয়। হ্যাঁ, লুকা জিদানের বাবার নাম জিনেদিন জিদান। বাবা ফ্রান্সের হয়ে খেললেও লুকা খেলছেন আলজেরিয়ার হয়ে।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা জিনেদিন জিদানের ছেলে লুকার জম্ম ফ্রান্সের মার্শেই শহরে। তবে তার দাদার বাড়ি আলজেরিয়ায়। বাবার নয়, দাদার উৎসাহে দাদার দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছেন লুকা। জাতীয় দলের জার্সিতে সিনিয়র দলের হয়ে এটা তার দ্বিতীয় ম্যাচ। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে একটা ম্যাচ খেলেছেন তিনি।
বুধবার আফ্রিকার সেরা হওয়ার টুর্নামেন্টে গোলবারের নিচে দাঁড়িয়ে নিজেদের স্বপ্ন পূরণ করেছেন লুকা। ভাগ্যও তার পক্ষে কিছুটা কাজ করেছে। নিয়মিত গোলরক্ষ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় হঠাৎ করে সুযোগ পেয়ে যান তিনি। আর সুযোগটা ভালোভাবেই কাজ লাগিয়েছেন লুকা। বাবা জিদান গ্যালারি থেকে ছেলের নৈপূণ্য উপভোগ করেছেন।
সিনিয়রদের খেলায় লুকা জিদান আলজেরিয়ার হয়ে খেললেও জুনিয়রদের খেলায় কিন্তু তিনি ফ্রান্সের জার্সিতে মাঠে নেমেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















