জিম্বাবুয়ে ক্রিকেট নেতৃত্বে পরিবর্তনের পথে হাঁটল

নেতৃত্বে পরিবর্তনের পথে হাঁটল জিম্বাবুয়ে ক্রিকেট

রিচার্ড এনগাভার নেয়া পাঁচ উইকেট জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে জিতিয়েছে। ছবি : কালেক্টেড

নেতৃত্বে পরিবর্তনের পথে হাঁটল জিম্বাবুয়ে ক্রিকেট । টেস্ট ও ওয়ানডে সংস্করণে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন পেসার রিচার্ড এনগারাভা।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানায়, দীর্ঘদিন নেতৃত্বে থাকা ক্রেইগ আরভিন সরে দাঁড়ানোর পর তার জায়গায় অধিনায়ক করা হয়েছে ২৭ বছর বয়সী বাঁহাতি এই পেসারকে। এনগারাভার ডেপুটি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার ব্রায়ান বেনেট। এই প্রথমবার জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিলেন এনগারাভা।

তবে তিন সংস্করণে একসঙ্গে নেতৃত্ব বদলাচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেট । টি-টোয়েন্টিতে আগের মতোই অধিনায়ক থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও পরিচিত মুখ এনগারাভা। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে জিম্বাবুয়ের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।

এ পর্যন্ত দেশের হয়ে ১১টি টেস্ট, ৫৫টি ওয়ানডে এবং ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন এনগারাভা। টি-টোয়েন্টি সংস্করণে তিনিই জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারি। ৭.৩০ ইকোনমি রেটে এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা ১০৮।

Exit mobile version