বিশ্বকাপের তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হতেই ফিফার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি । তিনি দাবি করেছেন, বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ যেই শহরে অনুষ্ঠিত হবে সেখানের স্থানীয় বাসিন্দাদের জন্য টিকিটের দাম ন্যায্য হতে হবে যাতে তারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারেন।
২০২৬ বিশ্বকাপের তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হতেই ফিফা সমালোচনার মুখে পড়েছে। সূচি, আয়োজক শহর ও গ্রুপ নির্ধারিত হবার সঙ্গে সঙ্গে টিকিটের দামও নতুন করে বেড়ে গেছে। ফাইনালের শীর্ষ ক্যাটাগরির টিকিট এখন ৯ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বিশ্বকাপের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
মেয়র মামদানি কুলিগান্স ইউটিউব চ্যানেলকে বলেন, ‘নিউইয়র্ক দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর। মানুষ বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত। তাই টিকিটের দাম এবং ফিফার ডায়নামিক প্রাইসিং বিবেচনা করে আমরা চাই, নির্দিষ্ট দামে টিকিট এবং স্থানীয়দের জন্য ছাড় থাকুক।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ চলাকালে আমরা চাই, মানুষ স্টেডিয়ামে আসুক, শুধু স্ক্রিনে খেলা দেখুক না।’
আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ১৩ জুন যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ হবে প্যারাগুয়ের সঙ্গে। এই গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া ও প্লে অফ থেকে আসা একটি দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















