গল টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। উইকেটকিপার হিসেবে পরিচিত হলেও মুশফিকের ক্যারিয়ারে একটি বলও করা হয়নি। আর ঠিক এই দিক থেকেই তিনি গড়েছেন এক অভিনব রেকর্ড—আন্তর্জাতিক ক্রিকেটে বল না করা ব্যাটারদের মধ্যে এখন সর্বোচ্চ রান মুশফিকের।
আজ গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলেছেন মুশফিক। গিলক্রিস্টের আন্তর্জাতিক রান ছিল ১৫,৪৬১। এই রেকর্ড ছাড়িয়ে এখন মুশফিকের রান সংখ্যা ১৫,৫০০ ছাড়িয়ে গেছে।
বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়া মুশফিক এর আগে বহুবার দেশের প্রয়োজনে সামনে দাঁড়িয়েছেন। তবে এই রেকর্ড তার ক্যারিয়ারে এক বিশেষ মাইলফলক। গল টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত তিনি অপরাজিত আছেন ১৫৯ রানে।
এই তালিকায় মুশফিকের পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (১২,৬৫৪), ইংল্যান্ডের জস বাটলার (১১,৮৮১) ও জনি বেয়ারস্টো (১১,৫৮১)। মুশফিকের এই অর্জন আবারও প্রমাণ করে, তিনি শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটেরও এক নির্ভরযোগ্য নাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















