ভারতের আইপিএলের সবশেষ আসরে টিকিট দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওসহ আরও চার শীর্ষ কর্মকর্তা।
২০২৫ আইপিএলে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্সের হোম ম্যাচের টিকিট বিতরণে স্বচ্ছতা ছিল না বলে অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে সিআইডি খুঁজে পায়, এইচসিএ’র সভাপতি জগন মোহন রাও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
গ্রপ্তারকৃত আরও চার কর্মকর্তা হলেন এইচসিএ’র সিইও সুনীল কান্তে, কোষাধ্যক্ষ জেএস শ্রীনিবাস রাও, শ্রী চক্র ক্লাবের সভাপতি জি কবিথা ও সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















