এ যেন বাংলাদেশী ক্রিকেটারদের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’। গেল মে মাসে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল। তারই ধারাবাহিকতায় মে মাসে আইসিসি’র সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম। ২০২৪ সালের এপ্রিল মাসেও সেরা ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছিলেন ওয়াসিম।
গত মে মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে ওয়াসিম করেন ১৪৫ রান। স্ট্রাইক রেট ছিল ১৬৬.৬৬। প্রথম ম্যাচে ৩৯ বলে ৫৪ রানের পর দ্বিতীয় ম্যাচে করেন ৪২ বলে ৮২ রান। শে
মে মাসে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও ভালো কেটেছে ওয়াসিমের। পাঁচ ওয়ানডে ম্যাচে ৯০.৩৭ স্ট্রাইক ও ৩৩.৮০ গড়ে করেন ১৬৯ রান।

পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়ায় ওয়াসিম জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করায় আইসিসি ও ভোট দেয়া ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ওয়াসিম আরও বলেছেন, ‘এই পুরস্কার শুধু আমার একার নয়, পুরো দল এবং সাপোর্ট স্টাফদের জন্যও। তারা সবসময় পাশে থেকেছে, সহযোগিতা করেছে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে ওয়াসিম বলেন, ‘মে মাস আমাদের জন্য ছিল একেবারেই বিশেষ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ছিল আমাদের ক্রিকেট ইতিহাসে বিশেষ এক মাইলফলক।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















