গুঞ্জন উঠেছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পেতে পারেন নুরুল হাসান সোহান। তবে বিসিবির ঘোষিত দলে জায়গা হয়নি এই উইকেটকিপার ব্যাটারের৷ সোহানকে দলে না রাখার কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তখন বলেছিলেন,‘সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন।’
একজন নির্বাচকের এমন কথায় সমালোচনার ঝড় উঠে। দলে ডাক না পাওয়া নিয়ে এবার সোহান বলেন, ‘ আগেও আমি বলেছি জাতীয় দলে আমি খেলতে চাই। জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফর্ম করা। আমি এমন কোনো কথা বলতে চাই না যাতে অন্য কাউকে অশ্রদ্ধা করা হয়। সিলেকশন আমার হাতে নেই। আমার কাছে পারফর্ম করা গুরুত্বপূর্ণ। সময় খারাপ বা ভালো থাকে। এখন ভালো করতে পারলে যতটা ভালো করা যাবে, এই মোমেন্টাম ক্যারি করা যাবে ততই আমার ক্যারিয়ারটা বড় হওয়ার সুযোগ থাকবে।’
এছাড়া তিনি বলেন,‘আর নেগেটিভ যেটা, ক্রিকেটারদের জীবনে অফফর্ম আসতেই পারে। এটা স্বাভাবিক। আসলে ওভাবে চিন্তা করার কিছু নেই। কারণ আমি রিজিকে বিশ্বাসী। আল্লাহর ওপর বিশ্বাসী। তো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে হয়, যে আমার জায়গা থেকে আমি হার্ড ওয়ার্ক করব, চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











