দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সিরিজ সমতায় ফিরেছে সংযুক্ত আরব আমিরাত। ২০৬ রানের বড় লক্ষ্য দিয়েও ম্যাচটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মোহাম্মদ ওয়াসিমের ঝড়ো ৮২ রানের ইনিংস এবং শেষ দিকে হায়দার আলির ৬ বলে ১৫ রানের কার্যকর ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে আমিরাত। ম্যাচ শেষে হতাশা ঝরে পড়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের কণ্ঠে।
লিটন বলেন, “যে কোনো পরাজয়ই কষ্টের। তবে আমরা ব্যাটিংয়ে ভালো করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, শিশিরের প্রভাবে ওরা সুবিধা পেয়েছে। তার পরও আমরা লড়াই করেছি।”
তিনি আরও যোগ করেন, “এই ধরনের ছোট মাঠে শিশির বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তাই বোলিংয়ের সময় আরও পরিকল্পিত হতে হবে। ব্যাটসম্যানভেদে আলাদা পরিকল্পনার প্রয়োজন।”
তবে দলের অন্যতম তরুণ পেসার নাহিদ রানার পারফরম্যান্সে সন্তুষ্ট নন লিটন। তার ভাষায়, “রানার প্রতি প্রত্যাশা ছিল আমাদের। সে এর আগেও ভালো করেছে। কিন্তু আজ সেটা হয়নি। ক্রিকেটে ভালো-মন্দ দিন থাকেই। আমরা বসে বিশ্লেষণ করব, এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।”
উল্লেখ্য, এই সিরিজটি মূলত দুই ম্যাচের হলেও বোর্ডের আলোচনায় যোগ হয়েছে আরও একটি ম্যাচ। আগামীকাল, ২১ মে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















