দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিজয়ের হাসি হেসেছিল স্বাগতিক ভারত। বড় ব্যবধানে হারিয়েছিল সফরকারী দলকে। দ্বিতীয় ম্যাচে এসে উল্টোচিত্র। উড়ে গেছে ভারত। ৫১ রানে হারের ম্যাচে লজ্জার কীর্তি গড়েছেন পেসার আর্শদ্বীপ সিং। টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি বল করার লজ্জার কীর্তি গড়েছেন তিনি।
আর্শদ্বীপ সিং এক ওভারে ছয় বলের জায়গায় ১৩ বল করেছেন। এর ফলে আফগানিস্তানের নবী উল হক একজন সঙ্গী পেলেন। ২০২৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এক ওভারে ১৩ বল করেছিলেন নবী। আর্শদ্বীপ সিং এ ম্যাচে এক ওভারে ১৩ বল করেছেন। সব মিলিয়ে ৪ ওভার তার দেওয়া রান ৫৪। মোট ৯টি ওয়াইড বল এ পেসারের। বাম হাতি এ পেসার এত রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি।
আর্শদ্বীপের এক ওভারে ১৩ বল করার কীর্তিটি হয়েছে ম্যাচের ১১তম ওভারে। তার প্রথম বলকে বাতাসে ভাসিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ডি কক। এক ছক্কা খেয়ে আর্শদ্বীপ যেন লাইন ও লেন্থ হারিয়ে বসেন। ক্রমাগত অফ স্ট্যাম্পের বাইরে বল করে যেতে থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতাধিক উইকেট পাওয়া ডি কের সামনে বলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বসেন। একে একে ওই ওভারে সাতটি ওয়াইড দেন।
আর্শদ্বীপের এমন অবস্থা থেকে মেজার হারিয়ে ফেলেন কোচ গৌতম গম্ভীর। তিনি এ নিয়ে বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে কথা বলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















