আগামী বছরের জুনে মাঠে গড়াবে ইউরো ফুটবলের সর্বোচ্চ আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। শনিবার রাতে তারই ড্র অনুষ্ঠিত হলো। এবারের টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেবে। এরই মধ্যে ২১টি দলের চূড়ান্ত পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে। বাকি তিন স্থান এখনো শূন্য রয়েছে। প্লে অফের মাধ্যমে এই তিন দল নিশ্চিত করা হবে। আগামী মার্চে অনুষ্ঠিত হবে এই প্লে অফ ম্যাচ।
ড্র-তে ফ্রান্স ও স্পেনের নক আউট পর্বের পথটা বেশ কঠিন হয়েছে। ফ্রান্স ‘ডি’ গ্রুপে খেলবে। গ্রুপের তারা নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার মুখোমুখি হবে। গ্রুপের অপর দল এখনো চূড়ান্ত হয়নি। দিদিয়ের দেশ্যামের দল ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালের বিশ্বকাপে রানার্স আপ হয়। তবে ইউরো চ্যাম্পিয়নশিপে তারা ভালো করতে পারেনি। শেষ ষোলো থেকে ছিটকে পড়ে তারা।
২০০৮ ও ২০১২ সালের পরপর দুই আসরে শিরোপা জয় করেছিল স্পেন। তারা রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদেরকে খেলতে হবে চ্যাম্পিয়ন ইতালি, বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া আর আলবনিয়ার বিপক্ষে।
১৯৬৬ সালের পর বড় কোনো ট্রফি পায়নি ইংল্যান্ড। গত আসরে শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছিল। ফাইনালে টাইব্রেকারে ইতালির কাছে হেরে যায়। গ্রুপ পর্বে তারা ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়ার মুখোমুখি হবে।
ড্র শেষে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেন, এটা আসলে সবসময় একই। খেলা তো আর কাগজে কলমে হয় না। যে সব দল ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে আসে তাদের সবাই যোগ্যতার মাপকাঠি পার হয়েই আসে। আমি এ জন্য ড্রতে সবসময় নির্ভার থাকি। আমি জানি সাফল্য পেতে হলে গ্রুপ পর্ব পার হতেই হবে।
জার্মানির অবশ্য সময়টা ভালো যাচ্ছে না। তারা ‘এ’ গ্রুপে রয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ইউরো মিশন। তাদের গ্রুপে আরো রয়েছে হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।
১৪ জুন শুরু হবে টুর্নামেন্ট। ১৪ জুলাই বার্লিনে শেষ হবে টুর্নামেন্ট।
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড।
গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবানিয়া।
গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড।
গ্রুপ ডি: নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স ও প্লে অফ থেকে আসা দল।
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রুমানিয়া ও প্লে অফ থেকে আসা দল।
গ্রুপ এফ: তুরস্ক, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র ও প্লে অফ থেকে আসা দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















