ইসরায়েলী আগ্রাসনে দীর্ঘ হচ্ছে ইরানী নাগরিকদের মৃত্যুর মিছিল। বাদ যাচ্ছেন না ক্রীড়াবীদরা। এবার যোগ হলেন দেশটির স্বর্ণ পদকজয়ী কারাতে খেলোয়াড় হেলেনা ঘোলামি। তেহরান টাইমস বিষয়টি নিশ্চিত করেছে । এ নিয়ে ক্রীড়াবিদ ও কোচসহ নিহত হয়েছেন ৮ জন। দেশটির ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা এ আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তেহরানে জাতিসংঘ অফিসের সামনে মানববন্ধন করেছে।
দুই দেশের চলমান যুদ্ধে প্রাণ হারাচ্ছেন নানা শ্রেণী পেশার বহু মানুষ। বাদ নেই ক্রীড়াঙ্গনও। এবার প্রাণ হারিয়েছেন দেশটির স্বর্ণ পদকজয়ী কারাতে খেলোয়াড় হেলেনা ঘোলামি। ইরানের লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন এই কিশোরী। কারাতে নিয়ে তার ছিল বিশ্বজয়ের স্বপ্ন।
হেলেনার আগে আরও ৬ ক্রীড়াবিদ ও এক কোচ প্রাণ হারান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক হয়েছে ইরানের ক্রীড়াঙ্গন। তেহরানে জাতিসংঘ অফিসের বাইরে মানববন্ধন করেছে দেশটির স্পোর্টস কমিউনিটি। সেখানে সাধারণ জনগণ ও ক্রীড়াবিদ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















