শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি বাংলাদেশের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সাথে ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের জায়গা মোটামুটি নিশ্চিত হলেও বাকি ওপেনার কে হচ্ছেন? এ নিয়ে রয়েছে বেশ আলোচনা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। অবশ্য গুঞ্জন আছে নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। দেশ ছাড়ার আগে ওপেনিং নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। আজ সোমবারও নিজের ব্যাটিং পজিশন নিয়ে স্পষ্ট করে কিছু জানালেন না শান্ত। গলে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বললেন, ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে।
নিজের ব্যাটিং পজিশন নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, সেটা কালকেই বলতে চাই। কারণ আমি চাই না প্রতিপক্ষ ধারণা পেয়ে যাক। মিরাজের শরীর এখনও খারাপ। ডেভেলপ করছে, ওর ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে নামতে পারব।’
গলের উইকেট স্পিনবান্ধব ফলে মূল চ্যালেঞ্জটা ব্যাটারদের জন্য। স্পিন সামলানো নিয়ে শান্ত বলেন, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














