ক্লাব বিশ্ব কাপ ফুটবলে জুভেন্টাস টানা দ্বিতীয় জয় পেয়েছে। গত রাতে অনুষ্ঠিত খেলায় তারা ৪-১ গোলে মরক্কোর ক্লাব ওয়াইদাদকে হারিয়েছে তারা। ইলদিজ ও দুসান ভ্লাহোভিচ গোল করেন। ইলদিজ জোড়া গোল করেন। অন্যটি ছিল আত্মঘাতি।
এ জয়ের ফলে ‘এইচ’ গ্রুপে টানা দুই ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। এ জয়ের ফলে তাদের জুভেন্টাসের দ্বিতীয় রাউন্ডে খেলা অনেকটা নিশ্চিত হয়েছে।
চমৎকার ফর্মে থাকা জুভেন্টাসের সামনে ওয়াইদাদ দাঁড়াতেই পারেনি। পুরো ম্যাচে চার গোল করা জুভেন্টাস ম্যাচের শুরুতেই খেলার সব উত্তেজনা শেষ করে দেয়। মাত্র ১৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে তারা। তবে প্রথম গোলটি ছিল আত্মঘাতি। মাত্র ষষ্ঠ মিনিটে আব্দেলমুনাইম নিজেদের জালে বল জড়িয়ে জুভেন্টাসকে এগিয়ে দেন। তবে এ গোলে অবদান ছিল ইলদিজের। তার কোনাকুনি শট আব্দেলমুনাইমের পায়ে লেগে দিক পরিবর্তন করায় ওয়াইদাদের গোলরক্ষক পরাভূত হন।
কোচ ইগর টিউডরের অধীনে গত দুই মাস অপরাজিত জুভেন্টাস। ক্লাব বিশ্ব কাপে পেয়েছে টানা দুই জয়। তবে তাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পরবর্তী ম্যাচে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















