বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু। আজ বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টি শুরু।
দুই দল এখন পর্যন্ত ১৯বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে বাংলাদেশের জয় কেবল ৩। আর পাকিস্তানের জয় ১৬ ম্যাচে।
পাকিস্তান-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের টি-স্পোর্টস। এছাড়া এশিয়ায় টেন স্পোর্টস, এ স্পোর্টস।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে হেরে যাওয়া একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পেসার তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের সঙ্গে আছেন দুই স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন।
এদিকে পাকিস্তান একাদশে পরিবর্তনের ছড়াছড়ি। মার্চের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশে তারা এনেছে ৬টি পরিবর্তন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান (সহ-অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: ফাখার জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, শাদাব খান (সহ-অধিনায়ক), খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আবরার আহমেদ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











