এই বছর মাঠে গড়াচ্ছে না লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২৫ আসর। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টের প্রস্তুতিকে প্রাধান্য দিয়েই এলপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএলসির এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপের আগে টুর্নামেন্টের ম্যাচ আয়োজক ভেন্যুগুলোকে সম্পূর্ণ প্রস্তুত রাখতে এবং কাঠামোগত সংস্কার শেষ করতে সময় প্রয়োজন। তাই এ বছর লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন করা সম্ভব হচ্ছে না।
মূলত ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আসর। তবে নভেম্বর-ডিসেম্বর উইন্ডোর পরিবর্তে নতুন সময় নির্ধারণ করবে বোর্ড।
আইসিসির নির্দেশনা অনুযায়ী, আসন্ন ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়োজক দেশকে সব আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে হবে। সেই অনুযায়ী স্টেডিয়ামগুলোর উন্নয়ন, আসন ব্যবস্থা ও অন্যান্য সুবিধা বৃদ্ধির কাজ চলছে। বর্তমানে নারী বিশ্বকাপের ১১টি ম্যাচ আয়োজন করছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম, যার ফলে সংস্কার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। টুর্নামেন্ট শেষ হলে দ্রুত সেই কাজ পুনরায় শুরু হবে বলে জানিয়েছে এসএলসি।
এর আগে ২০২৩ ও ২০২৪ সালের এলপিএল অনুষ্ঠিত হয়েছিল জুলাই-আগস্টে। এবার বিশ্বকাপ ঘিরে সূচি পেছানোর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান বোর্ড। এছাড়া নতুন মৌসুমে দলসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। গত পাঁচ আসরে কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা—এই পাঁচ ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছিল। ষষ্ঠ দল যুক্ত করার বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
তবে চুক্তিভঙ্গের কারণে এবারের আসরে অংশ নেবে না কলম্বো স্ট্রাইকার্স। একই সঙ্গে জাফনা কিংসের নতুন মালিকানাও এখনো ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















