হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এক অনন্য রেকর্ড গড়ল ভারত। ম্যাচের প্রথম ইনিংসে শুভমান গিলের নেতৃত্বাধীন দলটি করল ৪৭১ রান, যেখানে তিন ব্যাটার করলেন সেঞ্চুরি। যশস্বী জয়সওয়াল (১০১), অধিনায়ক গিল (১৪৭) এবং সহ-অধিনায়ক ঋষভ পান্ত (১৩৪) ব্যাট হাতে আলো ছড়ালেও, দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় রেকর্ড হলো অপ্রত্যাশিত।
শেষ সাত উইকেট হারিয়ে মাত্র ৪১ রান যোগ করে থেমে যায় ভারতের ইনিংস। এতে গড়া হলো এক বিরল রেকর্ড—টেস্ট ইতিহাসে তিন ব্যাটারের সেঞ্চুরির পর সর্বনিম্ন রানের দল হিসেবে ভারতের নাম উঠে এলো তালিকার শীর্ষে। এর আগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে তিন সেঞ্চুরিতে করেছিল ৪৭৫ রান।
এই ইনিংসে আরও একটি নজির গড়েছে ভারত—তিনজন ব্যাটার শূন্য রানে আউট হন। অভিষেক ম্যাচে সাই সুদর্শন, দলে ফেরা করুন নায়ার ও পেসার বুমরাহ রান খাতাই খুলতে পারেননি। টেস্ট ইতিহাসে একই ইনিংসে তিন সেঞ্চুরি ও তিন ডাক ঘটেছে মোট পাঁচবার, তবে ইংল্যান্ডের মাটিতে এবারই প্রথম।
দিনের শেষে ইংল্যান্ড ছিল ভালো অবস্থানে—৩ উইকেটে ২০৯ রান। ওপেনার ডাকেট আউট হন ৬২ রানে, অপরাজিত আছেন ওলি পোপ (১০০)। ভারতের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন বুমরাহ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





![Leeds [England], Jun 20 (ANI): India's Yashasvi Jaiswal and captain Shubhman Gill during the 1st test match against England, at Headingley Cricket Ground in Leeds on Friday. (@BCCI X/ANI Photo)](https://khela.live/wp-content/uploads/2025/06/ANI-20250620308-0_1750469645456_1750469654844.jpg)








