লাল-সবুজের কিশোরদের দাপটেই সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে গ্রুপপর্ব শেষ হলো বাংলাদেশের দারুণ সাফল্যের মধ্য দিয়ে। টানা দুই ম্যাচে ৪-০ গোলের জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা। প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দেওয়ার পর সোমবার স্বাগতিক শ্রীলঙ্কাকেও একই ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কার মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশের কিশোররা। ম্যাচের ১৮ মিনিটে নাজমুল হুদা ফয়সালের শট প্রতিহত করেন লঙ্কান গোলরক্ষক, ফিরতি বলে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে নেন আরিফ। সেই গোলেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ড্রেসিংরুমে যায় লাল-সবুজ।
দ্বিতীয়ার্ধে দেখা মেলে কাজী রিফাতের দুর্দান্ত নৈপুণ্যের। হ্যাটট্রিক করে তিনি একাই শ্রীলঙ্কার জালে তিন গোল দেন। বিরতির পর মাত্র তিন মিনিটেই কোনাকুনি শটে দ্বিতীয় গোল এনে দেন তিনি। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট লঙ্কান গোলরক্ষক আংশিক সেভ করলে ফিরতি বলে রিফাত গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের ৮৮ মিনিটে অধিনায়ক ফয়সালের পাস থেকে বল পেয়ে চমৎকার দক্ষতায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নেপাল গ্রুপ রানার্স আপ। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান ইতোমধ্যেই শেষ চারে উঠেছে। আগামীকাল তাদের মধ্যকার ম্যাচে ঠিক হবে কে গ্রুপসেরা। এরপরই নির্ধারিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ। সেমিফাইনালের দুই ম্যাচই হবে ২৫ সেপ্টেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















