পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। হার দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তবে পরের ম্যাচেই দারুণ জয়ে অবশ্য সমতা ফিরিয়েছিল টাইগ্রেসরা।
রোববার কক্সবাজারে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির ম্যাচে এসেও জয় তুলে নিল বাংলাদেশের জুনিয়র টাইগ্রেসরা। ফলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। অবশ্য প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে বড় জয় পেয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। এদিন বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের এদিন ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বসে সফরকারী পাকিস্তান নারী ক্রিকেট দল। এরপর বাংলাদেশি বোলারদের তোপে একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলীয় মাত্র ২৪ রানে ৩ উইকেট এবং ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত বোলিং করে হাবিবা ও অতশী ২টি করে উইকেট শিকার করেন। ৮৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা। পরে তৃতীয় উইকেট জুটিতে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম জুটি গড়েন।
সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে ফিরলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী ১০ ডিসেম্বর একই মাঠে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











