হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাকিস্তানকে ১৯৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। রোববার রাতে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট ১৯৬ রান তুলেছে টাইগাররা।
এদিন ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোনের ইমন। ওপেনিং জুটিতে বিনা উইকেটে ১১০ রান তোলে তারা। দারুণ ব্যাটিং উপহার দিয়ে তিন রানের ব্যবধানে বিদায় নেন দুই ওপেনার। তামিম ৩২ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪২ রান করে আশরাফের বলে ক্যাচ দিয়ে ফেরেন। ১১.১ ওভারে ব্যক্তিগত ৬৬ রান করে শাদাব খানের বলে ক্যাচ তুলে বিদায় নেন পারভেজ।
তিনি ৩৪ বলে সাত বাউন্ডারি ও চার ছক্কায় এ রান করেন। এরপর লিটন ১৮ বলে ২২ ও তাওহিদ হৃদয় ১৮ বলে ২৫ রান করে ফেরেন। অবশ্য হৃদয়ের আগে ৪ বলে ৮ রান করে ফেরেন শামীম হোসেন। বাংলাদেশের দলীয় রান তখন ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২। শেষ দিকে জাকের ৯ বলে ১৫ ও সাকিব ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে হাসান ও আব্বার দুটি করে উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











