রাতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলে রিশাদ হোসেন সকালেই উড়াল দিলেন লাহোরে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আবার কালান্দার্সে যোগ দলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার। আজ বৃহস্পতিবার রাতে পিএসএলের এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলতে লাহোর কালান্দার্স।
শিরোপার রেসে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিশাদকে আবার দলে নিয়েছে কালান্দার্স। এই ম্যাচের আগে কালান্দার্সে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। আগের ম্যাচ থেকেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তিন স্পিনিং অলরাউন্ডার একসঙ্গে মাঠে নামবেন কালান্দার্সকে ফাইনালের পথে রাখতে।
এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৯ উইকেট নেন রিশাদ। করাচির বিপক্ষে দুই ম্যাচে তার শিকার ৪ উইকেট। এর মধ্যে প্রথম ম্যাচটিতে ৪ ওভারে ২৬ রানে নেওয়া ৩ উইকেট টুর্নামেন্টে তার সেরা বোলিং।
করাচির বিপক্ষে এবার এলিমিনেটর ম্যাচটি জিততে পারলে বাড়বে লাহোরের ম্যাচ সংখ্যা। নয়তো বৃহস্পতিবারই শেষ হয়ে যাবে তাদের যাত্রা। তবে পাকিস্তানেই থাকবেন রিশাদ। তিন টি-টোয়েন্টি খেলতে রোববার পাকিস্তান যাবে বাংলাদেশ দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















