বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে আবারও দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে সালাউদ্দিন একসময়ে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহদের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন, যাদের গড়ে উঠায় তার কোচিংয়ের সরাসরি প্রভাব ছিল। এবার নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে চান তিনি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে তাঁর চুক্তি হলেও, সম্ভাবনা রয়েছে এই চুক্তি দীর্ঘায়িত হওয়ার। দায়িত্ব নেওয়ার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা আমার জন্য সঠিক সময়। হয়তো আর চার–পাঁচ বছর কোচিং করব। এই সময়ে নতুন প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে পারলে তা আমার জন্য সন্তোষজনক হবে।”
সামাজিক মাধ্যমে সালাউদ্দিনের প্রতি মানুষের সমর্থন ও ভালোবাসা তাকে অনুপ্রাণিত করেছে। এ নিয়ে তিনি বলেন, “আমাকে ভালোবাসা দেওয়ার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব হয়ে গেছে। আমি নাটকীয় পরিবর্তন আনতে পারব না হয়তো, তবে যদি কারও জীবনে সামান্য প্রভাব রাখতে পারি, সেটাই হবে আমার সার্থকতা।”
আগে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী না হলেও এবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণ হিসেবে তিনি জানান, “ফারুক ভাইয়ের সঙ্গে তিন মাস আগেই আলোচনা শুরু হয়েছিল। এর মধ্যে আমি অন্য প্রতিষ্ঠানের কাজগুলো গুছিয়ে এনেছি বলে দায়িত্ব নিতে পারছি।”
সালাউদ্দিন আশা করছেন, নতুন ভূমিকায় দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিদেশি কোচদের সঙ্গে সমন্বয় উন্নত করতে তিনি কাজ করবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















