গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি প্রথম বাংলাদেশি ব্যাটার যিনি দু’বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েছেন।
একইসঙ্গে দেশের বাইরে এমন কৃতিত্ব অর্জন করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও হয়ে গেলেন।
এই টেস্টের প্রথম ইনিংসে শান্ত খেলেছিলেন ১৩৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস। পঞ্চম দিনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে লাঞ্চে যান তিনি। বৃষ্টির পর খেলায় ফিরে ধৈর্য ধরে খেলেন আরও ২২ বল, তারপর পূর্ণ করেন তার ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি।
এই জোড়া সেঞ্চুরি শান্তকে একাধিক রেকর্ডের মালিক করেছে। তিনি প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে শতক করার কীর্তি গড়েছেন। অধিনায়ক হিসেবে এটি ছিল তার তৃতীয় টেস্ট শতক, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ (শীর্ষে মুশফিকুর রহিম – ৪ সেঞ্চুরি)।
বিশ্ব ক্রিকেট ইতিহাসেও এই কীর্তি দুর্লভ। শান্ত টেস্ট ইতিহাসের মাত্র ১৫তম ক্রিকেটার, যিনি দু’বার এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। এর আগে এই তালিকায় ছিলেন ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং এবং সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা।
২০১৮ সালে মুমিনুল হক এবং ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে নিজেই করেছিলেন টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি। এবার সেই কীর্তি পুনরায় গড়ে নিজের নাম উঠালেন ইতিহাসের পাতায়—তাও আবার বিদেশের মাটিতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











