বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে শুরু হয়েছে এএফসি ‘বি’ কোচিং লাইসেন্স কোর্স। সোমবার শুরু হওয়া এই কোর্সে অংশ নিতে ভুটান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়র ফুটবলার সানজিদা আক্তার। তার সঙ্গে আরও আছেন সাফজয়ী দলের অন্যতম সদস্য শিউলি আজিম।
এই কোর্সে মোট ২৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন, যাদের মধ্যে পাঁচজন নারী ফুটবলার। কোচিং ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে সানজিদা এবার নতুন এক অধ্যায়ের সূচনা করলেন।
২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরে ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে দলে ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। তবে কোচ পিটার বাটলারের সঙ্গে মতানৈক্যের পর থেকে জাতীয় দলে জায়গা হয়নি। ফলে সাম্প্রতিক এশিয়ান কাপ বাছাই কিংবা আন্তর্জাতিক সফরগুলোতে তার অনুপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
বর্তমানে ভুটানের থিম্পু সিটি ক্লাবে খেলছেন সানজিদা। সেখান থেকে ছুটি নিয়ে কোচিং কোর্সে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি। বাফুফে ভবনের তৃতীয় তলায় চলছে কোর্স আর চতুর্থ তলায় ক্যাম্পে থাকছেন তিনি।
নারী ফুটবলারদের উৎসাহিত করতে কোর্স ফি হ্রাস করে ২৫ হাজার টাকা রাখা হয়েছে। কোর্সটি দুই ধাপে অনুষ্ঠিত হবে—প্রথম ধাপ ৭ থেকে ১৭ জুলাই এবং দ্বিতীয় ধাপ ১৯ থেকে ২৭ আগস্ট। কোর্স পরিচালনায় আছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।
বাংলাদেশে এখনো কোনো নারী কোচের এ লাইসেন্স নেই, তবে ‘বি’ লাইসেন্সধারী নারীর সংখ্যা বাড়ছে ধীরে ধীরে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














