মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটের ‘সাইলেন্ট কিলার’। মাঠে থেকে দায়িত্ব নিয়ে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন। আবার ফিনিশারের ভূমিকায় থেকে বহুবার দলকে ভরাডুবি থেকে উদ্ধার করার কারিগরও তিনি। এই মাহমুদুল্লাহও রেহায় পাননি ক্রিকেটের নির্মমতা থেকে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যাট কামিন্সের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের অংশ হন তিনি। যা রিয়াদের ক্ষেত্রে এই নিয়ে মোট ছয়বার!
মাহমুদুল্লাহকে এক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগাই বলা চলে। কারণ ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে তিনিই সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের অংশ হয়েছেন। অন্য কোনো ব্যাটারকে এমন দুর্ভাগ্যের শিকার হতে হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে তিনবার, ওয়ানডেতে দুইবার আর টেস্টে একবার হ্যাটট্রিকের অংশ হয়েছেন রিয়াদ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন অজি পেসার নাথান এলিস। যার মধ্যে প্রথম উইকেটটাই ছিলো মাহমুদুল্লাহর।
চলতি বছরেই এই একই সংস্করণে আরও একবার হ্যাটট্রিকের অংশ ছিলেন রিয়াদ। গত মার্চে সিলেটে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার নুয়ান তুষারা। সেবার তাঁর উইকেট নিয়েই নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই লংকান পেসার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















