মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে বসে খেলা দেখতে আসা দর্শকদের জন্য এসেছে দারুণ এক সুখবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, এবার থেকে দর্শকরা নিজেদের খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন, ফলে চড়া দামে খাবার কেনার ভোগান্তি থেকে মিলবে স্বস্তি।
শনিবার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, রোববার (২০ জুলাই) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেই এই নিয়ম কার্যকর হবে। তবে নিরাপত্তার স্বার্থে মাঠে প্রবেশের সময় সবার খাবার ও পানীয় তল্লাশি করা হবে। পাশাপাশি মনে রাখতে হবে, একবার মাঠে প্রবেশ করলে বাইরে গিয়ে ফের প্রবেশের সুযোগ থাকছে না।
এর আগে, দীর্ঘদিন মিরপুর স্টেডিয়ামে বাইরে থেকে খাবার নিয়ে প্রবেশের ওপর ছিল নিষেধাজ্ঞা। ফলে দর্শকদের নির্ভর করতে হতো স্টেডিয়ামের দোকানগুলোর ওপর, যেখানকার খাবারের মান নিয়ে অসন্তোষ থাকলেও দাম ছিল অতিরিক্ত। বিষয়টি নিয়ে সমালোচনা চলছিল বহুদিন ধরেই। গ্যালারির দোকানগুলোর মালিকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সহজে পরিবর্তন আনা যাচ্ছিল না। শেষ পর্যন্ত দর্শকদের ভোগান্তি লাঘবে এই নতুন উদ্যোগ নিল বিসিবি। আশা করা যাচ্ছে এই সংস্কারটা ক্রিকেটপ্রেমীরা খুব সাচ্ছন্দ্যে গ্রহণ করবে। এবং দর্শকদের ভোগান্তি কমলে আগামীতে দর্শকরা আরও বেশি স্টেডিয়ামমুখী হবে। মোটাদাগে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক সংবাদ।
এর আগে চলতি বছরের শুরুতে বিপিএলের সময় ‘মুগ্ধ কর্নার’ চালু করে দর্শকদের জন্য বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা করেছিল বিসিবি। এবার দর্শকদের নিজস্ব খাবার আনার অনুমতি দিয়ে আরও একধাপ এগোলো বোর্ড।
প্রসঙ্গত, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে রোববার (২০ জুলাই), দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই এবং শেষ ম্যাচ ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















