বাংলাদেশ ক্রিকেট মানেই যেন নতুন বিতর্ক! এবার ধারাবাহিক ব্যর্থ লিটনকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক ঘোষণা করে নতুন বিতর্ক জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্বকাপের ভাবনায় পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে লিটনের ডেপুটি শেখ মাহেদীকে। অথচ যে দলের রাখা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে!
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরুর কথা জানিয়েছে বিসিবি। লিটনকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, `এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব করা হয়েছে।’
এদিকে, আসন্ন দুই সিরিজে লিটন দাসের ডেপুটি হিসেবে থাকবেন শেখ মেহেদী। এ প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে।
আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি)। এই সফর থেকেই লিটন আগামী বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন।
তবে মজার কথা হলো, মাঠের পারফরম্যান্স নয়, অভিজ্ঞতার বিবেচনায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সুযোগ দেওয়া হয়েছে লিটনকে। কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলেন,‘ এই মুহূর্তে লিটনের মতো অভিজ্ঞ কোন ক্রিকেটার না থাকায় লিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করা হয়েছে।
আশা করছি তিনি দ্রতই টি-টোয়েন্টিতে ফর্মে ফিরবেন। তবে এই একই প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আবার টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থ নাজমুল হোসেন শান্তকে সুযোগ দেওয়া হয়েছে এই দলে।
১৬ সদেস্যর বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসাইন পাটওয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











