নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার সিলেটে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে এশিয়া কাপের প্রস্তুতি আরও শক্ত করল স্বাগতিকরা। ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিটন দাস, যাকে নিয়ে ম্যাচ শেষে প্রশংসা করলেন ডাচ দলের প্রধান কোচ রায়ান কুক।
সংবাদ সম্মেলনে কুক বলেন,
“আমাদের বোলাররা যখনই সামান্য ভুল করেছে, বাংলাদেশ সেটাকে কাজে লাগিয়েছে। দুই দিকেই শটের নিখুঁত এক্সিকিউশন ছিল চোখে পড়ার মতো। শুধু বড় শটই নয়, স্ট্রাইক রোটেশনেও তারা দুর্দান্ত ছিল। এই ব্যাটিং থেকে আমাদের শেখার অনেক কিছু আছে।”
ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তবে এটিকে ফল নির্ধারণী বলে মানতে নারাজ কুক। তার ভাষায়,
“টস অবশ্যই একটি ফ্যাক্টর, কিন্তু সেটাই জয়-পরাজয়ের একমাত্র কারণ নয়। আগে ব্যাট করেও ম্যাচ জেতা সম্ভব, তবে সেক্ষেত্রে বোর্ডে বড় সংগ্রহ তুলতে হবে।”
ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসও কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের। তিনি বলেন,
“অবশ্যই এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত সূচনা নয়। ম্যাক্স ও’ডাউড শুরুতে ভালো খেললেও মাঝপথে আমরা গতি হারাই। বাংলাদেশ তিন বিভাগেই আমাদের ছাপিয়ে গেছে।”
বড় জুটি না গড়তে পারার হতাশাও ঝরেছে এডওয়ার্ডসের কণ্ঠে,
“যখনই আমরা কোনো পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছি, ওরা উইকেট নিয়েছে। আসলে আমরা কখনোই পুরো ছন্দে ফিরতে পারিনি। ১৩০ রানের মতো সংগ্রহ এই কন্ডিশনে যথেষ্ট হওয়ার কথা নয়।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















