স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। তার আগে গতকাল (সোমবার) কলম্বোতে অনুশীলনে আঙুলে চোট পান নাজমুল হোসেন শান্ত। স্লিপে ক্যাচ প্রাকটিস করার সময় তিনি ডান হাতের আঙুলে চোট পান।
তবে শঙ্কা কাটিয়ে শেষ টেস্টে শান্ত খেলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ। টাইগার কোচ সিমন্স জানিয়েছেন, শান্ত ফিট আছেন। শেষ টেস্টে ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন টাইগার অধিনায়ক।
প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন শান্ত। যাতে ভর করে লঙ্কানদের সঙ্গে সিরিজের প্রথম টেস্টটি ড্র করে টাইগাররা। ফলে দ্বিতীয় টেস্ট হবে সিরিজ নির্ধারণী লড়াই। আগামীকাল (২৫ জুন) থেকে কলম্বোতে ম্যাচটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















