১২-১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ০৩ দিন ব্যাপী ‘২৩তম স্কয়ার গল্ফ টুর্ণামেন্ট ২০২৫’ কুর্মিটোলা গলফ কোর্সে শেষ হয়েছে। চীফ অফ জেনারেল স্টাফ, বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
২৩তম স্কয়ার কাপ গল্ফে দেশের সব গল্ফ ক্লাবই অংশ নেয়। যেখানে মোট প্রতিযোগী ছিলেন ৭০২ জন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড় ছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, স্কয়ার ফারমাসিউটিক্যালস লিঃ এর নির্বাহী পরিচালক জনাব মিজানুর রহমান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন, এসজিপি, এনডিসি, পিএসসি, ক্লাবের টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, বিএসপি, এসপিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক।
টুর্নামেন্টে পুরস্কারজয়ী খেলোয়াড়রা হলেন
১। উইনার সাজিদুল ইসলাম
২। রানার আপ আসিফ সগীর
৩। লেডিস উইনার জিন সুক ইউন
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















