এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কলম্বোতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টাইগাররা টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান, খেলেছেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস, আর এই পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তবে ব্যক্তিগত সাফল্যের আনন্দের মাঝেও সামনে আসন্ন ভারতের বিপক্ষে কঠিন লড়াই নিয়েই ভাবছেন তিনি।
ম্যাচ শেষে সাইফ বলেন, ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে তারা শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছিলেন, ‘এখানে আসার আগেই আমাদের বিশ্বাস ছিল আমরা ফাইনালে খেলব। শ্রীলঙ্কাকে হারিয়ে এক ধাপ এগিয়েছি। এখনও দুটি ম্যাচ বাকি। এখন আমাদের সব মনোযোগ ভারতের বিপক্ষে ম্যাচে।’
তবে একে একে ধাপে ধাপে এগোনোকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এই ব্যাটিং অলরাউন্ডার, ‘বড় স্বপ্ন অবশ্যই দেখা উচিত। কিন্তু আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। ভারতের বিপক্ষেই এখন ফোকাস, এরপরেরটা পরে দেখা যাবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং পরিকল্পনা প্রসঙ্গে সাইফ জানান, ‘উইকেট পড়ার পর ভাবনা ছিল পাল্টা আক্রমণ করার। নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও, আমরা টিম মিটিংয়ে প্রতিপক্ষ বোলারদের নিয়ে আলোচনা করেছিলাম। লিটন ভাইয়ের সঙ্গে বোঝাপড়াটা চমৎকার ছিল। উনি আগেভাগেই বুঝে বলগুলো আমাকে বলে দিচ্ছিলেন। এতে ব্যাটিং সহজ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, পরিকল্পনা কাজে দিয়েছে।’
এদিন বল হাতে মুস্তাফিজুর রহমানের ভূমিকা নিয়েও প্রশংসা করেন তিনি, ‘ফিজ ভাই সবসময়ই দুর্দান্ত। গত কয়েক মাস ধরেই উনি চমৎকার ছন্দে আছেন। আজও কম রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। উনি বিশ্বমানের বোলার, এ ধরনের পরিস্থিতি সামলানো তার জন্য অনেক সহজ।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















