আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একেবারে যাচ্ছেতাইভাবে হেরেছিল বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে নামছে মেহেদী হাসান মিরাজের দল। তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
প্রথম ম্যাচে হারের পরও আশাবাদ হারাননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে তিনি বলেছিলেন,
‘আমাদের সুযোগ ছিল। এখন উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি, এই ম্যাচে কিছু ভুল হয়েছে— যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’
ঢাকার গরম ও ধীরগতির উইকেটে প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাটাররা আবারও ব্যর্থ হন। টপ অর্ডারের তিন ব্যাটার ৫৩ রানের মধ্যেই ফেরেন সাজঘরে। এরপর চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও মিরাজের ১০১ রানের জুটিতেই ভরসা খুঁজে পায় দল। কিন্তু দুজনের বিদায়ের পর ধসে পড়ে পুরো লাইনআপ। শেষ ৬ উইকেট যায় মাত্র ৪৬ রানে। ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ।
তাই ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিং বিভাগকেই দায়িত্ব নিতে হবে— সেটি জানে টিম ম্যানেজমেন্টও। দ্বিতীয় ম্যাচে খুব একটা পরিবর্তন আসছে না দলীয় গঠনে। ওপেনিংয়ে আগের মতোই থাকছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তিন নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত, যিনি প্রথম ম্যাচে মাত্র ২ রান করেছিলেন। মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয়, অধিনায়ক মিরাজ ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
বিশেষ কোচের পছন্দে জাকের আলিও একাদশে জায়গা ধরে রাখছেন বলে জানা গেছে। তবে বোলিং বিভাগে দেখা যেতে পারে সামান্য পরিবর্তন। প্রথম ম্যাচে বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন একাদশে। দ্বিতীয় পেসার হিসেবে থাকবেন আগের ম্যাচে ভালো করা তানজিম হাসান সাকিব। তিন স্পিনারের কৌশল ধরে রাখলে রিশাদ হোসেন ও তানভীর ইসলামকেও দেখা যাবে একাদশে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
মিরাজের নেতৃত্বে আজ মাঠে নামছে এমন এক বাংলাদেশ, যারা জানে— এই ম্যাচ জিততে না পারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। তাই একটাই লক্ষ্য— জয় এবং টিকে থাকা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















